প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
আওয়ামী লীগের মতো প্রতিশোধের রাজনীতি করতে চাই না: মির্জা ফখরুল

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : আওয়ামী লীগের মতো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেব।
মঙ্গলবার (১১ নভেম্বর) নিজ এলাকা ঠাকুরগাঁও সদরের মোহাম্মদপুর ইউনিয়নের গীলাবাড়ি স্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশেকে নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করতে চাই। আওয়ামী লীগের মতো ভয়াবহ দিনগুলো নয়, দেশের মানুষ সুখে শান্তিতে বাস করুক এটাই আমরা চাই।’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সব সময় একটা আতঙ্কে থাকেন, এই আতঙ্কে আর থাকবেন না। বিএনপি অতীতে আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে। পূজার সময় আপনারা দেখেছেন আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়। পিআর ও গণভোটের কথা বলে তারা গণতন্ত্র ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়।’
দেশে পিআর বাস্তবায়ন হবে কি না তা আগামী সংসদ নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি