প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
ক্ষমতার লোভে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি: ইশরাক

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : বিএনপি ক্ষমতার লোভে কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, বিএনপি কখনো লোভ লালসার রাজনীতি করে না। এ কারণে কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করেনি বিএনপি।
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েও কখনো আন্দোলন থেকে পিছু হটেনি। আর সে কারণেই আজকে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে। এসময়, আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি