প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।
থাই রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান। তারা ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে রাজত্ব করেছেন।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, রাজা মাহা ভাজিরালংকর্ন রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে। রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, রানি সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সফর বাতিল করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি