প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
সিরিজ জিততে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও কালো মাটির উইকেটেই অপেক্ষা করছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের জন্য। স্বাভাবিকভাবেই স্পিনিং উইকেট হচ্ছে—সেটা বলার অপেক্ষা রাখে না। এবার এক ম্যাচ রেখেই সিরিজ নিশ্চিতে চোখ স্বাগতিক বাংলাদেশের। সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রীড়াপ্রেমীদের।
তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে তাই সিরিজ নিশ্চিত করতে চান মেহেদী হাসান মিরাজরা। সোমবার (২০ অক্টোবর) মিরপুরের মাঝ উইকেটে কঠোর অনুশীলন করতে দেখা গেছে তাদের। তবে বিশেষ করে স্পিনারদের দিকেই টিম ম্যানেজমেন্টের মনোযোগ বেশি চোখে পড়েছে। সেন্ট্রাল উইকেটের পাশেই দীর্ঘ সময় বোলিং করেছেন মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদরা।
মিরপুরের উইকেট যে প্রথম ওয়ানডের মতোই থাকবে তার আভাস মিলেছে বাংলাদেশের অনুশীলনেও। দল অনুশীলন করেছে ম্যাচের মেজাজে। সেখানে স্পিনাররা আধিপত্য দেখিয়েছেন। পেসারদের খেলেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ ‘মঙ্গুজ’ ব্যাট দিয়ে অনুশীলন করেছেন ব্যাটাররা।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দলে আসতে পারে দুটি পরিবর্তন। স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর ইসলাম। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে। সেটি হলে একাদশে সুযোগ মিলবে তানজিম সাকিবের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি