প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

প্রিন্স মন্ডল অলিফ, (বাগেরহাট প্রতিনিধি) : ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়। এ অর্জনের মধ্য দিয়ে বিদ্যালয়টি শুধু চিতলমারীকেই নয়, পুরো বাগেরহাট জেলাকেই গর্বিত করেছে।
গত ১৩ অক্টোবর বাগেরহাট জেলা স্কুল বালক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী আয়োজিত হয় এই প্রতিযোগিতা।
প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় মোড়েলগঞ্জ ১–০ গোলে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয়।
অপরদিকে চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় রামপাল একাদশকে ট্রাইব্রেকারে ৬–৫ গোলে পরাজিত করে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠে।
বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ম্যাচজুড়ে দারুণ লড়াইয়ের পর চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় ১–০ গোলে মোড়েলগঞ্জ একাদশকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের খেলোয়াড়দের নিখুঁত পারফরম্যান্স ও কৌশলী খেলা মাঠের দর্শকদের মুগ্ধ করে তোলে।
খেলা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার খাঁন।
এছাড়া নবীন শিক্ষক গৌতম মালাকার ও প্রণয় কুমার রায়, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও দলের প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দু, প্রাক্তন শিক্ষার্থী ও শতাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. সাজ্জাদ হোসেন বলেন, “এই সাফল্য শুধু একটি খেলায় জয় নয়, এটি আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিষ্ঠা ও একতার প্রতিচ্ছবি। তারা চিতলমারীকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”
চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে উপজেলার তরুণদের খেলাধুলায় আরো অনুপ্রাণিত করবে—এমনটাই আশা করছে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি