প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
রাবিতে চলছে শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : পোষ্য কোটা পুনর্বহাল ও উপউপাচার্যসহ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।
তারা বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রাতিষ্ঠানিক কোটা আছে। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন পোষ্য কোটা থাকবে না? পাশাপাশি গত শনিবার উপউপাচার্য প্রফেসর মোহাম্মদ মঈন উদ্দিন প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষক,কর্মচারীদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।
এ সময় তারা বলেন, গত ২০ সেপ্টেম্বর শিক্ষক ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা খুবই দুঃখজনক। কোনো শিক্ষার্থীর কাছ থেকে এমন আঘাত মেনে নেয়া যায় না। তাই ঘটনার সাথে জড়িয়েদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। বিচার না করা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি