প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
৮ দফা দাবিতে উত্তাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : আবাসন সংকট নিরসনসহ ৮ দফা দাবিতে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিরা ক্যাম্পাসে এ আন্দোলন কর্মসূচি পালন করছে তারা।
বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকে তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন গাড়ি ও চালক পরিহার করা ও ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেয়া। এছাড়া অযৌক্তিক জরিমানা প্রত্যাহার,ল্যাব ও ক্লাস সংকট নিরসনের দাবিও জানান তারা।
এসময় তারা দাবি আদায় না হলে অবরোধ, ঘেরাও, পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি