প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2025 ইং
চিতলমারীতে উৎসবমুখর আয়োজনে শুরু হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা এ.কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি মো. সাজ্জাদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম নান্না, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ একাধিক ইভেন্টে অংশ নেবে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার শিক্ষার্থী।
ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে সক্ষম হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভেতর সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।
উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এ ধরনের একটি প্রাণবন্ত আয়োজন গ্রামীণ পরিবেশে নতুন প্রাণের সঞ্চার করেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি