প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
চিতলমারীতে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : বাগেরহাটের চিতলমারীতে গরু বিক্রির অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা রুস্তম আলী খাঁ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী প্রেস ক্লাবে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে রুস্তম আলী জানান, গত ৯ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়িতে ষাঁড় গরু বিক্রির সময় একই গ্রামের মৃত আউয়াল শিকদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈমাম হোসেন শিকদার এবং সাহাবুদ্দিন শেখের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীম শেখ ভয়ভীতি দেখিয়ে বিক্রয়লব্ধ দুই লাখ ৪৭ হাজার টাকা নেওয়ার চেষ্টা করে।
তিনি অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক গরুটি নিয়ে যেতে উদ্যত হয়। পরে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে গরুটি ফিরিয়ে দিলেও নগদ ২০ হাজার টাকা দাবি করে। বাধ্য হয়ে তিনি ওই টাকা দেন।
সংবাদ সম্মেলনে রুস্তম আলী আরও দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, জুয়া ও নারী নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। একাধিকবার গ্রাম্য সালিসে তাদের বিচার হলেও কার্যকর কোনো ব্যবস্থা হয়নি।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি