প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
গোপালগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণমিছিল

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শহরের গোলচত্বর এলাকায় জড়ো হয় সংগঠনটির নেতা-কর্মীরা। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইব্রাহিমী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আব্দুর রহিম গাজী, সদর থানার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মুফতি দিদারুল ইসলাম ও যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান।
বক্তারা বলেন, রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে দিতে হবে।
পরে গোলচত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক এলাকায় গিয়ে শেষ হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি