প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2025 ইং
ফেনীতে ১২০ টাকা সরকারি ফি দিয়েই পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ফেনীতে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পেলেন ফেনীর ২০ তরুণ। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত নিয়োগ জুন-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ফেনী জেলায় ৫৭৯ প্রার্থী আবেদন করেন। ১৩ আগস্ট ২০২৫ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, ১৪ ও ১৫ আগস্ট শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১৮৯ প্রার্থীর ২৯ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বুধবার (১০ সেপ্টেম্বর) ২৯ জন উত্তীর্ণ প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হয় ফেনীর পুলিশ লাইন্সে।
সবশেষ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ফেনী জেলার নির্ধারিত কোটা অনুযায়ী ২০ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়।
এ সময় ফেনীর পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন (প্রসাশন ও অর্থ) নোয়াখালী জেলা এবং সহকারী পুলিশ সুপার মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সদর দক্ষিণ সার্কেল কুমিল্লা জেলা এবং ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান কালবেলাকে জানান, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, জুন-২০২৫-এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি