প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এই হামলাকে অধিক ভয়াবহ উসকানি বলে জানিয়েছে ইসলামাবাদ। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব হুমকির মুখ পড়বে। খবর জিও নিউজ
এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ বলেন, এই হামলা বেআইনি ও জঘন্য। কারণ একটি বেসামরিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা লঙ্ঘিত করেছে।
তিনি বলেন, এ ধরনের আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক। এটি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এ হামলার ফলে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কাতারের নেতৃত্বের প্রুতি সংহতি জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাতারের সঙ্গে রয়েছি, পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতিও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। তিনি বলেন, এটি পুরোপুভিাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
হামাস বহুদিন ধরে রাজনৈতিক ঘাঁটি হিসেবে কাতারে অবস্থান করছে, এবার সেখানেই হামলা চালাল ইসরায়েল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে, যা কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
দোহার মুখপাত্র মাজেদ আল আনসারি, ‘এক্স’-এ বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণকে কাতার কোনোভাবেই সহ্য করবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ও হামলা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে ‘সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ বলে অভিহিত করেন এবং সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি