প্রিন্ট এর তারিখঃ Sep 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
নুরের শর্টটাইম মেমোরি লস নিয়ে যা বললেন ঢামেক পরিচালক

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, নুরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে সামান্য রক্ত বের হচ্ছে। এ সমস্যা পুরোপুরি সারতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। তবে তার মাথায় রক্তক্ষরণের শঙ্কা কেটে গেছে।
পরিচালক জানান, নুরের শরীরে বর্তমানে কিছুটা জ্বর রয়েছে। তবে ‘শর্ট মেমোরি লস’-এর যে গুজব ছড়িয়েছে তা সঠিক নয়। এ ধরনের আঘাতের কারণে স্মৃতিভ্রংশ হওয়ার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নুরকে এখনই হাসপাতাল থেকে বাসায় নেয়া সম্ভব নয়। সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে পরিবার চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে।
সম্প্রতি হামলায় আহত হয়ে নুরুল হক নুর ঢামেক হাসপাতালে ভর্তি হন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি