প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2025 ইং
মোংলায় হরিণ শিকারি আটক, উদ্ধার সাড়ে ১০ কেজি মাংস

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাট জেলার মোংলা উপজেলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি পা সহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হারবারিয়া স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, রাত প্রায় ২টার দিকে মোংলা থানার সাইলো এলাকার কাছাকাছি অভিযান চালিয়ে ওই শিকারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. হাসান (৩৪), পিতা নজরুল গাজী, গ্রাম জয়মনি, ডাকঘর চাঁদপাই, থানা মোংলা, জেলা বাগেরহাট।
পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও পা, সঙ্গে আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি