প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2025 ইং
ভালুকায় ১১,৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার প্রতারক, পলাতক সহযোগী

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১,৫০০ টাকার জাল নোটসহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ জুলাই) রাতে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাচিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হাতেনাতে আটক করা হয় জাল টাকার ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৫)।
আটক সোহেল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি এলাকার মো. রাজ্জাকের ছেলে। বর্তমানে সে ভালুকা উপজেলার কাশর এলাকায় (রুবেল মেম্বারের বাড়িতে) ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশের অভিযানে তার কাছ থেকে ১১,৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আল আমিন (২৬) পালিয়ে যায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং(৪৪)২৫ ইং রুজু করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “জাল টাকা চক্রের বিরুদ্ধে ভালুকা মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই চক্রটি ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার আশপাশে জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষদেরকে প্রতারিত করে আসছিল। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি