প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2025 ইং
২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে মাইলস্টোন কলেজে

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে আগামী রোববার (২৭ জুলাই) থেকে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে বের করে আনতে এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে সেখানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সিএমএইচ-এ মৃত্যু হয়েছে ৯ জনের, যেখানে ১৫ জন ভর্তি রয়েছেন। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ঢাকার ৯টি হাসপাতালে মোট ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি