প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই লিটনদের জন্য বড় সুখবর

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মাত্র ক’দিন আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ দল। সেই হারের বদলা দারুণভাবেই নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার নজর শেষ ম্যাচে যেখানে জিতলেই মিলতে পারে এক বিশাল সুখবর।
সিরিজে এখনো পর্যন্ত বাংলাদেশের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথম ম্যাচে ৭ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতে সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা। কিন্তু এখানেই শেষ নয়। তৃতীয় ম্যাচ জিতলে শুধু পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান অবস্থান করছে ৮ নম্বরে। সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ২২০, আর আফগানিস্তানের ২২৩। যদি বাংলাদেশ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়, তাহলে তাদের রেটিং বেড়ে দাঁড়াবে ২২৩ পয়েন্টে। একই সংখ্যক পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসাবে আফগানিস্তানকে টপকে ৯ নম্বরে উঠে আসবে বাংলাদেশ।
অন্যদিকে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয়, তাহলে তাদের চার রেটিং পয়েন্ট কমে গেলেও আট নম্বর স্থানটি ধরে রাখবে। তবে সিরিজের শেষ ম্যাচ পাকিস্তান জিতলে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না। দুই দলের রেটিং ও অবস্থান থাকবে আগের মতোই।
র্যাঙ্কিংয়ে উন্নতি মানেই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো। তৃতীয় ম্যাচটা তাই শুধুই নিয়মরক্ষার নয়, বরং বাংলাদেশের জন্য বড় সুযোগ নিজেদের অবস্থান দৃঢ় করার। এখন দেখার বিষয়, টাইগাররা কি পারবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সেই কাঙ্ক্ষিত সুখবর নিশ্চিত করতে?
শেষ ম্যাচে জিতলেই বাংলাদেশের সম্ভাব্য অর্জন:
রেটিং পয়েন্ট ২২০ ➝ ২২৩
টি-টোয়েন্টি র্যাঙ্কিং: ১০ ➝ ৯
আফগানিস্তান ৯ ➝ ১০
উত্তেজনা বাড়ছে, মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। এখন সব নজর সিরিজের শেষ লড়াইয়ের দিকে!
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি