প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্যোগে এ প্রার্থনা সভা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহসভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, মঞ্জু ধর, যুগ্ম সম্পাদক পদ্মাবতী দেবী, মহানগরের সহসভাপতি বীণা সাহা, সদস্য জয়ন্তী রায় প্রমুখ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি