প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2025 ইং
ইয়েমেনের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি

বাংলার প্রতিচ্ছবি : বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারছে না; বরং প্রতিবার ইসরায়েলে দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে হুতি বিদ্রোহীরা। সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক ক্ষতিতে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর।
লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত বন্দর। কিন্তু ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার কারণে এই বন্দরের আয় কমে গেছে। বাধ্য হয়ে রোববার থেকেই এই বন্দরের সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালক্যালিস্টের বরাতে এমন খবর ছেপেছে মিডল ইস্ট আই।
ওই পত্রিকা জানায়, এইলাত পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। ট্যাক্স অনাদায়ে এমন ব্যবস্থা নিয়েছে এইলাত পৌরসভা। এর আগে বুধবার ইসরায়েলের শিপিং ও পোর্ট অথরিটি জানায়, চলমান সংঘাতের কারণে আর্থিক সংকট দেখা দিয়েছে। এজন্য এইলাত পৌরসভা বন্দর ব্যবস্থাপনা কমিটিকে জানিয়েছে, পৌরসভার দেনা আদায়ে বন্দরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
গত বছর থেকেই এইলাত বন্দরের আয় কমতে থাকে। বিশেষ করে ইয়েমেনের বিদ্রোহীদের হামলার কারণে পণ্যবাহী জাহাজ ভূমধ্যসাগরীয় বন্দর আশদোদ ও হাইফায় ঘুরিয়ে দেওয়া হয়।
তবে এভাবে ঋণের দায়ে একটি বন্দর বন্ধ হয়ে যাওয়াকে ইসরায়েলের আর্থিক ক্ষতি ও বিদ্রোহীদের বিজয় হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি