প্রিন্ট এর তারিখঃ Jul 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2025 ইং
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪১ জন

বাংলার প্রতিচ্ছবি : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যান্য ঘটনায় ৫৮৭ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৪১ জনকে।
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ ও ২টি এলজি।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি