প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
সিলেটে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, সিলেট-হবিগঞ্জ বাস চলাচল বন্ধ

বাংলার প্রতিচ্ছবি : সিলেটে ছয় দফা দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে মোটর মালিক গ্রুপ।
মঙ্গলবার (৮ জুলাই) হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১৮-এর কিছু ধারা বাতিল, পাথর কোয়ারি খুলে দেওয়া, সিলেটের ডিসির প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
মমতাজ মীম নামে এক যাত্রী জানান, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই। এতে করে যাত্রীরা চরম বিপাকে পড়ে।
অন্য এক যাত্রী জানান, সিলেটের বিষয় নিয়ে হবিগঞ্জে কেন বাস চলাচল বন্ধ থাকে। পরিবহন শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে রাখে সবসময়। পরিবহন ধর্মঘট থাকলে আগেই ঘোষণা দেওয়া উচিত। তাহলে মানুষ বিকল্প পথে যাতায়াত করতে পারবে।
আবু মঈন চৌধুরী সোহেল বলেন, সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যাত্রী ও পরিবহন চালকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে আজ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার আঞ্চলিক সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি