প্রিন্ট এর তারিখঃ Jul 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

বাংলার প্রতিচ্ছবি : ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে বড়সড় এক পরিবর্তন ঘটতে যাচ্ছে। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ডানহাত এবং পুত্র দাভিদে আনচেলত্তি এবার বেরিয়ে আসছেন বাবার ছায়া থেকে। প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে।
৩৫ বছর বয়সী দাভিদে আনচেলত্তি এরই মধ্যে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ক্লাব বিশ্বকাপে বোটাফোগোর হতাশাজনক বিদায়ের পর বরখাস্ত হওয়া রেনাতো পাইভার স্থলাভিষিক্ত হতে রাজি হয়েছেন। ফ্যাব্রিজিও রোমানোর খবর অনুযায়ী, রোববার চুক্তি চূড়ান্ত হয় এবং আগামী সপ্তাহেই তিনি রিও ডি জেনেরিওতে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
২০১২ সাল থেকে বাবার সঙ্গে জুটি বেঁধে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কাজ করেছেন দাভিদে। ব্রাজিল জাতীয় দলেও ছিলেন সহকারী কোচের ভূমিকায়। তবে এবারই প্রথম নিজস্ব কোচিং স্টাফ নিয়ে পূর্ণ স্বাধীনতায় একটি দল পরিচালনার সুযোগ পাচ্ছেন তিনি।
কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়েরাওয়ের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগো বর্তমানে পারফরম্যান্সের দিক থেকে সমস্যায় রয়েছে। ক্লাবটির মালিক জন টেক্সটর অনেকদিন ধরেই চাইছিলেন এমন একজনকে, যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। দাভিদের নিয়োগে তাই বাড়ছে প্রত্যাশার চাপও।
বর্তমানে ইউরোপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দাভিদে। তাই সামনের ম্যাচে ভাস্কো দা গামার বিপক্ষে তার উপস্থিতি থাকছে না। সে ম্যাচে দলের দায়িত্ব সাময়িকভাবে থাকছে সহকারী কোচ ক্লদিও কাসাপার কাঁধে।
২০২১ সালের শেষ দিকে ক্লাবটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর থেকে কোচ বদলের হার বেড়েছে চোখে পড়ার মতো। আনচেলত্তি হবেন নতুন মালিকানার অধীনে সপ্তম কোচ। এ পর্যন্ত একমাত্র লুইস কাস্ত্রোই এক বছরের বেশি সময় ধরে ক্লাবের দায়িত্বে ছিলেন।
দাভিদে আনচেলত্তির আগমন শুধু বোটাফোগোর ডাগআউটে নয়, ব্রাজিলিয়ান ফুটবলেও এক নতুন যুগের ইঙ্গিত। ইউরোপের অভিজাত ঘরানার ছোঁয়া এবার রিওর ক্লাবে, যেখানে ইতিহাস আর আবেগের মেলবন্ধন। এখন দেখার পালা বাবার মতো কিংবদন্তি হওয়ার পথে ছেলের প্রথম পদক্ষেপ কতটা সফল হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি