প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2025 ইং
মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন ট্রাম্প

বাংলার প্রতিচ্ছবি : সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ জুলাই) এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি, তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে দ্বিদলীয় ব্যবস্থাই চলে আসছে। নতুন দল গঠন করলে তা শুধু বিভ্রান্তি বাড়াবে এবং কোনো কার্যকর ফলাফল বয়ে আনবে না।
এর আগে, কয়েক সপ্তাহ ধরে ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। অবশেষে শনিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক জানান, রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে তার নতুন দল আত্মপ্রকাশ করেছে।
ট্রাম্প ও মাস্ক একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে মাস্ক বড় অঙ্কের অনুদান দেন এবং নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প সরকারি ব্যয় হ্রাসে সহায়তার জন্য ‘সরকারি দক্ষতা দপ্তর’ চালু করেন এবং মাস্ককে সেই দপ্তরের প্রধান করেন। তবে ১৩০ দিনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে মাস্ক পদত্যাগ করেন। এরপর থেকেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
সম্প্রতি ট্রাম্পের বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’, যা করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত হয়। মাস্ক এই বিলের কড়া সমালোচনা করে পরদিনই নতুন দল গঠনের ঘোষণা দেন।
ট্রাম্প গতকাল নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলেন, ‘মাস্ককে পুরোপুরি পথহারা হতে দেখে সত্যিই দুঃখ লাগছে।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি