প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2025 ইং
ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর গোপন বৈঠক

বাংলার প্রতিচ্ছবি : আঞ্চলিক দুই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।
বৃহস্পতিবার (৩ জুলাই) ট্রাম্প ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
একাধিক সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে ফক্স নিউজ।
প্রিন্স খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই। পশ্চিমা মহলে যুবরাজ মোহাম্মদের ছোট ভাই কেবিএস নামে পরিচিত।
ফক্স নিউজ বলছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন কেবিএস। একইসঙ্গে দেশটিকে আলোচনার টেবিলে আনার ব্যাপারেও আলোচনা হয়।
ইরান-ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি ও বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রিন্স খালিদ।
ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কি না, তা নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো। তবে এমন কিছু অর্জনের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি