প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2025 ইং
লালমাইতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

বাংলার প্রতিচ্ছবি : কুমিল্লার লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সোমবার (৩০ জুন) লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের (ওএমএস) ডিলার নিয়োগকে কেন্দ্র করে এ তালা দেওয়া হয়।
লালমাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নোমান হোসেন ও সদস্যসচিব মো. সাদ্দাম বিন হোসাইনের নেতৃত্বে উপজেলা খাদ্য অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা জানান, এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে আমার কাছে কোনো অভিযোগ করা হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) রাজিব কুমার দে ওএমএস ডিলার নিয়োগ প্রসঙ্গে বলেন, লালমাই উপজেলায় ৩টি বিক্রয়কেন্দ্র যথাক্রমে বাগমারা বাজার, হরিশ্চর ও ভুশ্চি বাজারে। সে জন্য ৫ জুন স্থানীয় দৈনিক শিরোনাম পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদন ক্রয়ের শেষ তারিখ ১৯ জুন এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন ধার্য ছিল।
সেই অনুযায়ী ২৯ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার সরেজমিনে ৮টি আবেদন যাচাই করেন এবং দোকান পরিদর্শন করেন। অভিযোগকারী মো. নোমানের ব্যাংক সলভেন্সি সঠিক না থাকায় এবং তার দোকান বাগমারা বাজারের বাইরে চেঙ্গাহাটায় অবস্থিত হওয়ায় যাচাইকালে বাদ পড়েন। দ্বিতীয় জন অসম্পূর্ণ আবেদন দাখিল করায় বাদ পড়েন এবং অন্য আরেকজন নির্বাচিত হন। এ ছাড়া ভুশ্চি বাজারে একজন প্রার্থী থাকায় ওই প্রার্থী নির্বাচিত হন। অন্য এক কেন্দ্রে হরিশ্চর বাজারে ৪ জন প্রার্থী যোগ্য হওয়ায় লটারির মাধ্যমে ১ জন নির্বাচিত হন। সম্পূর্ণ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
অভিযোগকারী অযোগ্য হওয়ার পর রাগে, ক্ষোভে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়, যা বেআইনি।
এ ব্যাপারে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসাইন, লালমাই উপজেলার আহ্বায়ক মো. নোমান হোসেন, সদস্যসচিব মো. সাদ্দাম বিন হোসাইন সাংবাদিকদের জানান, লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) রাজিব কুমার দে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ায় আমরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তালা ভেঙে সাময়িকভাবে নতুন তালা লাগিয়ে দিয়েছি।
তারা আরও জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বরাবর স্মারকলিপি দিয়েছি এবং আগামীকাল কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি দেব। সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত তালাবন্ধ থাকবে।
এ ছাড়া বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা গাজী মিনার আলম সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ওএমএস ডিলার মো. রাকিব হোসেন বাবুল বলেন, আমি বাগমারা দক্ষিণ বাজার মেসার্স ইসরাত ভ্যারাইটি স্টোর এর স্বত্বাধিকারী, দীর্ঘ ৪ বছর ধরে ব্যবসা করে আসছি। সেই সঙ্গে পাশে আরেকটি ওষুধের দোকানও লোক দিয়ে পরিচালনা করি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দেই। রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমার দোকান ও গোডাউন পরিদর্শন করেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে ওএমএস ডিলারের জন্য আবেদনকারীদের সামনে সম্পূর্ণ স্বচ্ছভাবে তালিকা ঘোষণা করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি