প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
চিতলমারীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে নারিকেল চারা সার ও বীজ বিতরণ

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারীতে বিনামূল্যে ১ হাজার ৩২৫ জন কৃষক সার, আমন ধানের বীজ ও নারিকেলের চারা পেয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি দপ্তরের চত্বর থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল প্রধান অতিথি হিসেবে এ সকল উপকরণ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারফ জানান, কৃষি পুনর্বাসন খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর এ উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তার অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার ৭টি ইউনিয়নের ৮২৫ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি আমন ধনের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। একই দিনে ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে এবং ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল প্রতি ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়া আগামীতে ৫০ জন কৃষককে ৫টি আমের চারা, ১ হাজার জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে (নিম, জাম, বেল ও কাঁঠাল) চারা, ১২০ জন কৃষককে সবজি বীজ (কলমি শাক, লাউ, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া) এবং বিভিন্ন প্রতিষ্ঠানে (মসজিদ, মন্দির, মাদ্রাসা ও স্কুল) ১৪০টি তালের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
সার, বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহম্মদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন ও সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি