প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
চিতলমারীতে এম. আর. এম ফ্যাশন ওয়ার্ল্ড এর শুভ উদ্বোধন

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলা ব্যাংক পাড়ায় মাইশা প্লাজা ভবনে অবস্থিত এম আর এম ফ্যাশন ওয়ার্ল্ড এর পুরনায় শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় মাইশা প্লাজা ভবনের মালিক মরহুম মকবুল হোসেন মুন্সীর সহধর্মিণী এই শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিপন অহম্মেদ মুন্সী, মাইশা প্লাজার সত্তাধিকারি মিজানুর রহমান আনিস সহ অনেকে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ হযরত মাও: আব্দুর রহমান, চিতলমারী থানায় অফিসার ইনচার্জ এস.এম. শাহাদাৎ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম, শেওে বাংলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ মোহসীন আলী রেজা, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খানসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্বোর আন তিলাওয়াত, মুনাজাত ও তবারক বিতরণ করা হয়। এতে প্রায় পাঁচ হাজারাধিক সুধীজন উপস্থিত ছিলেন।। উল্লেখ গত ৭ এপ্রিল সোমবার সকাল ৮টায় মাইশা প্লাজা ভবনে এক ভয়াবহ অগ্নি পাতের ঘটনা ঘটে। এতে একবৃদ্ধার মৃত্যু হয় এবং কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি