প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2025 ইং
চুক্তি করতে সত্যিই আগ্রহী হলে খামেনির সঙ্গে অশোভন আচরণ বন্ধ করুন: ট্রাম্পকে ইরান পররাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিচ্ছবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে সত্যিই আগ্রহী হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর রয়টার্সের।
শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আরাঘচি বলেন, ‘ট্রাম্পের এমন ভাষা কেবল খামেনিকে নয়, বরং তার কোটি ভক্ত-অনুসারীকেও আঘাত করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান প্রদর্শন আবশ্যক।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পরমাণু আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন চলছে। ইরান আগে জানিয়েছে, তারা আলোচনায় বসতে পারে, তবে যুক্তরাষ্ট্রকে আগে কিছু ‘মূলনীতি’ মানতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, আরাঘচির এই বার্তা মূলত একটি কূটনৈতিক চাপ, যার মাধ্যমে তারা ট্রাম্প প্রশাসনকে সংযত আচরণের ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি আইএইএ জানিয়েছে, ইরান বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুদ করেছে এবং দেশটির পার্লামেন্ট আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিলও পাস করেছে। এসব ঘটনায় উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি