প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
‘অমূল্য’ আখ্যা দিয়ে ভারতকে ধন্যবাদ জানালো ইরান

বাংলার প্রতিচ্ছবি : ভারতের সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও নানা সংগঠনের সমর্থনকে ‘অমূল্য’ আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর বুধবার (২৫ জুন) দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়। তাতে, যারা ‘ন্যায়ের পক্ষে’ এবং ‘ইরানের সার্বভৌমত্বের পাশে’ দাঁড়িয়েছেন, তাদের প্রতি ইরানের জনগণ কৃতজ্ঞ বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘যেসব স্বাধীনতাপ্রেমী ভারতীয় রাজনৈতিক দল, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদকর্মী, সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ এই দুঃসময়ে ইরানের পাশে ছিলেন, তাদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ।’
তেহরান উল্লেখ করে, এই সমর্থন ইরানি জনগণের মনোবলে দৃঢ়তা এনে দিয়েছে। তারা আরও জানায়, হামলার সময়ে প্রকাশ্যে বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশ এবং সামাজিক মাধ্যমে বার্তা ইরানের জনগণের সাহস ও দৃঢ়তাকে আরও শক্তিশালী করেছে।
তবে ইরান ভারতের সরকার নিয়ে আলাদা কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, এ নিরপেক্ষ অবস্থান ভারত-ইরান কূটনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখারই অংশ।
উল্লেখ্য, গত রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল-ইরান উত্তেজনা আরও বেড়ে যায়। মঙ্গলবার এই সংকট প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা বুধবার পর্যন্ত কার্যকর ছিল।
ইরানি দূতাবাস আরও জানায়, এই আগ্রাসনের সময় ইরানের পাশে দাঁড়ানো কেবল রাজনৈতিক অবস্থান নয়। এটি ন্যায়বিচার, মানবতা ও আন্তর্জাতিক আইন রক্ষার প্রতীক।
তারা দাবি করে, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই আন্তর্জাতিক আইনের নীতিমালা মেনে চলার পক্ষে এবং সম্প্রসারণবাদ ও আগ্রাসনের বিরোধী। শেষে ইরান জানায়, যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বের জনগণ ও জাতিগুলোর ঐক্যই কেবল সত্যিকারের শান্তির পথ খুলে দিতে পারে। ভারতের জনগণের অবস্থান সেই ঐক্যেরই প্রমাণ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি