প্রিন্ট এর তারিখঃ Sep 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2025 ইং
চিতলমারীতে কাব কার্নিভাল-২০২৫ এর শুভ উদ্বোধন

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের কাব কার্নিভাল ২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সোমবার (২৩জুন) সকাল ১১টায় উপজেলা এ,কে,ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ চত্বরে এ শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউএনও তাপস পাল।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তাপস পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল কবির এল,টি,ও সহসভাপতি আঞ্চলিক স্কাউট খুলনা, ফজলুর রহমান যুগ্ম সম্পাদক জেলা স্কাউট বাগেরহাট, কাজী কামরুল ইসলাম কার্নিভাল চীফ কমিশনার চিতলমারী স্কাউট, অনুপ বোস কার্নিভাল পরিচালক, কাব লিডার চিতলমারী স্কাউট, আজগর আলী ফকির কার্নিভাল পরিচালক চিতলমারী স্কাউট, মুকুল কিশোর মজুমদার রাজা অডিটর কাব স্কাউটস চিতলমারী, শিল্পী বসু রানী ইউনিট লিডার কাব স্কাউটস চিতলমারী, মোঃ ইব্রাহিম ফকির সহসভাপতি কাব স্কাউটস, মোঃ লিন্টু সেখ কোষাধ্যক্ষ কাব স্কাউটস,মোহিতুল ইসলাম ইউনিট সভাপতি কাব স্কাউটস,জিন্নাত আলী মীর সহকারি কমিশনার উপজেলা স্কাউটস,মোস্তফা খান সহকারি কমিশনার, পলাশ কুমার মন্ডল সহকারি কমিশনার, মোজাহিদুল ইসলাম সহকারি কমিশনার, খোকন কুমার মন্ডলসহ আরও অনেকে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিফুজ্জামান প্লাবন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি