প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2025 ইং
আয়কর সচেতনতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভিডিও প্রচার শুরু

বাংলার প্রতিচ্ছবি : আয়কর দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ভিডিও প্রচার শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই মিনিটের এই ভিডিওচিত্রে আয়কর বিষয়ে প্রাথমিক ধারণা, আয়করের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে এর অবদান সহজ ও বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর দিতে জনগণকে উৎসাহিত করতে ধারাবাহিকভাবে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ভিডিওচিত্রটি সম্প্রচার করা হচ্ছে। আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রিটার্ন দাখিলের প্রবণতা বাড়ানো এবং সময়মতো কর পরিশোধে উদ্বুদ্ধ করাই এই প্রচারণার মূল লক্ষ্য।
ভিডিওচিত্রে তুলে ধরা হয়েছে, একজন নাগরিক হিসেবে কেন আয়কর দেওয়া জরুরি, আয়কর কীভাবে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্যান্য খাতে ব্যয় হয় এবং কর ফাঁকি কীভাবে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে।
জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। একইসঙ্গে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।
সচেতনতামূলক এ ভিডিওচিত্র প্রচারে সব প্রচারমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেছে এনবিআর। কর বিষয়ক এ ধরনের উদ্যোগ রাজস্ব সংস্কৃতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সরকারের সংস্থাটি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি