প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 19, 2025 ইং
৪৯৫ রানে ইনিংস শেষ করলো টাইগাররা

বাংলার প্রতিচ্ছবি : গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শান্তর ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মাত্র ১১ রান যোগ করেই অলআউট হলেও প্রথম ইনিংসে দলীয় ৪৯৫ রানে পৌঁছে গেছে টাইগাররা। শান্ত-মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, সঙ্গে লিটনের ঝলমলে ইনিংস সব মিলিয়ে লড়ার মতো একটি ইনিংস গড়েছে বাংলাদেশ।
প্রথম দিন শুরুর দিকেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত তুলে নেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস, আর মুশফিক খেলেন ১৬৩ রানের ধৈর্যশীল ও কার্যকরী এক সেঞ্চুরি। শান্তর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারের সঙ্গে একটি ছক্কায়; অন্যদিকে মুশফিক খেলেছেন ৩৫০ বলের ধীরস্থির ইনিংস, যার মধ্যে ছিল ৯টি চার।
দ্বিতীয় দিনে শান্ত বিদায় নিলেও লিটনকে নিয়ে মুশফিক এগোতে থাকেন। তবে গতকাল দ্বিতীয় সেশনে আড়াই ঘণ্টার বৃষ্টি বিরতির পর বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পরে। বিদায় নেন মুশফিক (১৬৩) ও লিটন (৯০)।
দলের বাকি ব্যাটাররা খুব একটা অবদান রাখতে না পারলেও দলীয় সংগ্রহ বড় করে নেওয়ার কাজটি সেরে ফেলেন টপ অর্ডাররা। শেষ পর্যন্ত ১৫৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার আসিথা ফার্নান্দো, ৮৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। অভিষেক টেস্টে খেলতে নামা থারিন্দু রত্নায়েক ৩ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন ৪৯.২ ওভারে দিয়েছেন ১৯৬ রান। আর আরেক পেসার মিলান রত্নায়েক তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
প্রবল রোদ আর মাঝে মধ্যে বয়ে যাওয়া বাতাস পেসারদের কিছুটা সহায়তা করলেও উইকেটটি এখনো ব্যাটিংয়ের জন্য যথেষ্ট সহায়ক। তাই বাংলাদেশের বিশাল রানের জবাবে শ্রীলঙ্কার ব্যাটারদের এখন পরীক্ষা দিতে হবে ধৈর্যের, টেকনিক আর মানসিক দৃঢ়তার।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা এখনো রানের খাতা খোলেনি তাদের সংগ্রহ ০.২ ওভারে ০/০।
এই টেস্টে এরই মধ্যে ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এখন দেখার পালা, বোলাররা কীভাবে এই রান পাহাড়কে পুঁজি করে লঙ্কানদের চাপে ফেলতে পারে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি