প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2025 ইং
বিকেএসপিতে স্বজনপ্রীতির অভিযোগ, কমছে ভালো মানের খেলোয়াড়ের সংখ্যা

বাংলার প্রতিচ্ছবি : দেশের ক্রীড়াবিজ্ঞানের একমাত্র সংস্থা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এখান থেকেই বেরিয়ে আসেন দেশের সেরা খেলোয়াড়রা। তবে সাম্প্রতিক সময়ে সেই মানের খেলোয়াড়ের সংখ্যা কমছে বিকেএসপি থেকে। এর জন্য দায়ী প্রতিষ্ঠানের ভর্তিতে স্বজনপ্রীতি।
মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ২১টি ডিসিপ্লিনের ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভায় বসে বিকেএসপি। সভা শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
বিকেএসপি থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সরবরাহ কমে যাওয়ার প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘ইনপুট যেমন আউটপুটও তেমন। যদি আমি বিকেএসপির খেলোয়াড় নির্বাচনের সময় নানাজনের অনুরোধ শুনে ৪০ শতাংশ খেলোয়াড় বাছাই করি, তাহলে কোচদের ছয়-সাত বছর হ্যামারিং করেও ওই খেলোয়াড়দের আমি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে আনতে পারব না। যেটা করতে পারব সেটা হচ্ছে-ভাড়াটে খেলোয়াড়, জেলা-উপজেলা পর্যায়ে ক্ষ্যাপ খেলা খেলোয়াড় তৈরি করতে পারব।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি