প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2025 ইং
১৫০ ছাড়ালেন মুশফিক, চারশ তে পৌঁছেছে বাংলাদেশ

বাংলার প্রতিচ্ছবি : টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার ১৫০ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। ওভারের শেষ বলে লিটন দাসের বাউন্ডারিতে দলের রান স্পর্শ করে চারশ। খানিক বাদে লিটনও তুলে নিলেন ফিফটি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। ১২২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪০৩। ১৫৪ রানে খেলছেন মুশফিক। লিটন ব্যাট করছেন ৫০ রানে।
এর আগে গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন এই দুই ব্যাটার। প্রথম দিন তাই পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে ছিল। দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।
দিনের শুরুতেই ১৪৮ রানে থামেন নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে ভাঙে মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এরপর লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশকে টেনে নেন লিটন-মুশফিক জুটি। লাঞ্চ বিরতির আগে ২৭ ওভারে ৯১ রান যোগ করেছে সফরকারীরা। ২৭২ বলে ১৪১ রানে অপরাজিত মুশফিক। অন্য প্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন লিটন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি