প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2025 ইং
বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ

বাংলার প্রতিচ্ছবি : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশে রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
সোমবার ৫৯তম মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাপী আপডেট প্রদানের সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান এই উদ্বেগ জানান।
জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করায় টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। সেই সঙ্গে জানান, তার অফিস শীঘ্রই এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে।
এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির সংলাপের মাধ্যমে অগ্রগতির বিষয়ে নিজের উৎসাহের কথা জানান টুর্ক। বলেন, ‘আমি সংস্কারের ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতির আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়।’
এর আগে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় তাদের তথ্যানুসন্ধান প্রতিবেদনে জবাবদিহিতা ও ন্যায়বিচার, পুলিশ ও নিরাপত্তা; নাগরিক স্থান, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক শাসনব্যবস্থাসহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশ করে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি