প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2025 ইং
গুম প্রতিরোধে সহায়তা করবে জাতিসংঘ

বাংলার প্রতিচ্ছবি : জাতিসংঘের ‘বলপূর্বক বা অনিচ্ছাকৃত গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিইআইডি)’ প্রতিনিধি দল সোমবার (১৬ জুন) বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে যোগ দিয়েছে বাংলাদেশ। গুম এবং বলপূর্বক অন্তর্ধান প্রতিরোধে জাতিসংঘ গ্রুপ কীভাবে সহায়তা করতে পারে, সেটি জানতে চেয়েছে প্রতিনিধি দল।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপিতে জানানো হয়, ১৫ থেকে ১৯ জুন বাংলাদেশে ডব্লিউজিইআইডি’র ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং আনা লোরেনা ডেলগাডিলো পেরেজ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে প্রতিনিধিরা জোরপূর্বক বা অনিচ্ছাকৃত অন্তর্ধান প্রতিরোধ এবং প্রতিকারের জন্য সরকারের প্রচেষ্টাকে কীভাবে গ্রুপের ম্যান্ডেট আরও সমর্থন করতে পারে, তা জানার আগ্রহ প্রকাশ করেন।
সফররত প্রতিনিধিদল জোরপূর্বক অন্তর্ধানের সমস্যা সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেছেন, বিশেষ করে বলপূর্বক অন্তর্ধান থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন-এ বাংলাদেশের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন। তারা জোরপূর্বক অন্তর্ধান সংক্রান্ত তদন্ত কমিশন কর্তৃক প্রদর্শিত কাজ এবং প্রতিশ্রুতিরও প্রশংসা করেছেন।
এসময় পররাষ্ট্র সচিব মানবাধিকার সমুন্নত, সুরক্ষা ও প্রচার এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের অটল সংকল্পের ওপর জোর দেন। তিনি এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রুপের সমর্থন এবং প্রযুক্তিগত সহায়তাকে স্বাগত জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি