প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2025 ইং
ইরান-ইসরাইল উত্তেজনায় ইরানেরপক্ষ নিয়ে যা বলল চীন

বাংলার প্রতিচ্ছবি : ইরানে ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। এ হামলাকে ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন দেশটির জাতিসংঘ প্রতিনিধি ফু কং।
স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।
তিনি বলেন, বর্তমান সংঘাত ইরানের পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। ফু কং ইসরাইলকে অবিলম্বে সব সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।
ফু আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত।
এদিকে শুক্রবার দিবাগত রাতে ইসরাইলে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে মধ্যপ্রাচ্যে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা উত্তেজনা না বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে।
ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার চীন, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। চলতি বছরের মার্চে বেইজিংয়ে ইরান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানায় চীন। সেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয় এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি