প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2025 ইং
তুরস্কে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ১ জনের মৃত্যু

বাংলার প্রতিচ্ছবি : তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ২টা বেজে ১৭ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ১৭ মিনিট) মারমারিসের উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে এএফএডি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আকস্মিক ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ১৪ বছর বয়সি এক কিশোরী প্রাণ হারিয়েছে। 'প্যানিক অ্যাটাক' থেকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
অন্যদিকে দৌড়ে নিরাপদ অবস্থানে পৌঁছানোর প্রচেষ্টায় মুগলা প্রদেশে অন্তত ৭০ জন আহত হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পে কোনো ভবনের ক্ষতি হয়নি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি