প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2025 ইং
চোখ রাঙাচ্ছে মনুসহ মৌলভীবাজারের নদীগুলো, বাড়ছে পানি

সাগর রায় (শ্রীমঙ্গল প্রতিনিধি) : অতিবৃষ্টির ফলে মৌলভীবাজারের বিভিন্ন নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজারের কমলগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে আকস্মিকভাবে ধলাই নদীর পানি বেড়েছে। পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমলগঞ্জ ইউনিয়নে ধোলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুই তিনটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তাছাড়াও ইউনিয়নের কোরমা এলাকা দিয়ে মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা , মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের উপর দিয়ে দীর্ঘ ৫৪কিলোমিটার প্রবাহিত হয়ে মনু নদী মিলিত হয়েছে ধলাই নদীতে। এর আগেও নদীর বাঁধ ভেঙে উক্ত এলাকায় পানি ঢুকে বন্যায় পরিণত হয়। তবে পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক নজরদারি আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি