প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 29, 2025 ইং
খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার শিক্ষা ও আইসিটি এর মত বিনিময় সভা

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বৃহস্পতিবার (২৯ মে) চিতলমারী উপজেলা সফর করেছেন। সফর কালিন সময় তিনি দুপুর ১১টায় সদর উপজেলার ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে এ সভায় শিক্ষার মানোন্নয়ন ও কলেজের সার্বিক বিষয়ের ওপর দিক নিদ্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি দেবপ্রসাদ পাল ।

কলেজ কার্যকারী কমিটির সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, চিতলমারী থানার অফিসার ইন চার্জ এস এম শাহাদাৎ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ এসময় উপস্থিত ছিলেন কলেজের কর্মরত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকাগণ। বেলা ২টায় প্রধান অতিথি ঐতিহ্যবাহী চিতলমারী সরকারি এস.এম.মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল সভাপতির বক্তব্যে তাপস পাল বলেন, “শিক্ষাই সেই শক্তি যা দিয়ে জয় করা সম্ভব সমস্ত কিছু” আর সেই শিক্ষা হতে হবে মান সম্মত।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি