প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 28, 2025 ইং
হাতিরঝিলে ওভারব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

বাংলার প্রতিচ্ছবি : রাজধানীর হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মাহবুব বলেন, ভোরে নামাজ পড়ে হাঁটাহাটির সময় ওই যুবককে অচেতন অবস্থায় ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।
তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি