প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2025 ইং
১০ দফা দাবিতে অর্ধবেলা ধর্মঘট পালন করছে পেট্রলপাম্প মালিক পরিষদ

বাংলার প্রতিচ্ছবি : পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রয়ে ন্যূনতম ৭ ভাগ কমিশন প্রদান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় বন্ধসহ ১০ দফা দাবিতে সারা দেশে অর্ধবেলা ধর্মঘট পালন করছে পেট্রলপাম্প মালিকরা। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাকলরি মালিক ঐক্য পরিষদ এই ধর্মঘট আহ্বান করেছে।
এদিকে, রংপুর নগরীর সব পেট্রলপাম্প বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, প্রাইভেটকার নিয়ে বিভিন্ন পেট্রলপাম্প ঘুরে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে শত শত যানবাহন। কী কারণে ধর্মঘট আহ্বান করা হয়েছে পেট্রলপাম্প কর্মচারীরা জানেন না বলে জানিয়েছেন। তারা বলছেন, মালিকরা পাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় তারা বন্ধ রেখেছেন।
রংপুর পেট্রলপাম্প সমিতির যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম জানান, যেহেতু পেট্রলপাম্প কোনও শিল্প নয়; এটা কমিশনভিত্তিক ব্যবসা। সে কারণে বিআরসি, কলকারখানা ও ফায়ার সার্ভিসের কাছ থেকে নেওয়া নিবন্ধন বাতিল, কমিশন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা ধর্মঘট পালন করছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি