প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2025 ইং
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই: জয়শংকর

বাংলার প্রতিচ্ছবি : ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
শুক্রবার নেদারল্যান্ডসের একটি সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে জয়শংকর বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি একেবারেই দ্বিপাক্ষিক। সেখানে তৃতীয় কোনো দেশের হাত নেই।
তিনি বলেন, ১০ মে পাকিস্তান ভারতের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে, তার ভিত্তিতে যুদ্ধবিরতির সমঝোতা হয়। অন্য অনেক দেশই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সঙ্গে কথা বলেছে। যুক্তরাষ্ট্র তার মধ্যে পড়ে। কিন্তু যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেনি।
জয়শংকরের বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যথাক্রমে আমাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে তাদের কোনো হাত ছিল না।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি