প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2025 ইং
বাগেরহাটের চিতলমারীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের গ্রাস চোপার মেশিন বিতরণ

প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রডিউয়ার গ্রুপ(পিজি) উৎপাদনকারী দল, দুগ্ধ উৎপাদনকারী ৬টি ও গরু মোটাতাজা করণের দল ১ টি মোট ৭টি দলে ৪০ জন করে মোট ২৮০ জনের অংশগ্রহণকারী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ৭ জনকে বিনামূল্যে ঘাস কাঁটার গ্রাস চোপার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২১মে২০২৫) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ ব্যতিক্রম মেশিন বিতরণ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহবুব আলম।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে কলাতলা দুগ্ধ পিজি হাসুদা খাতুন, কুড়ালতলা দুগ্ধ পিজি সোহাগ গাজী, চিতলমারী দুগ্ধ পিজি সুকুমার মন্ডল, শিবপুর দুগ্ধ পিজি বিপুল মোল্লা,চরবড়বাড়িয়া দুগ্ধ পিজি আশিষ মন্ডল, চরবানিয়ারী দুগ্ধ পিজি দেবাশীষ বৈরাগী ও চিতলমারী গরু হৃষ্টপুষ্ট করা দল প্রিয়াংকা মন্ডল মেশিন গুলো গ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্মকর্তা আহমেদ ইকবাল সাংবাদিকদের বলেন, চিতলমারীতে এই প্রথম প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে যাচাই-বাছাই করে লটারী ও আলোচনার ভিত্তিতে, এই ঘাস কাঁটার গ্রাস চোপার মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি