প্রিন্ট এর তারিখঃ Sep 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2025 ইং
জমিতে বিনিয়োগ করা সবচেয়ে লাভজনক, তবে ভেজাল বেশি: মাহবুবুর রহমান

বাংলার প্রতিচ্ছবি : জমিতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক তবে জমিজমার মধ্যে সবচেয়ে ভেজাল বেশি হয় বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেন, জমিতে বিনিয়োগ করা সবচেয়ে লাভজনক। তবে জমিজমার মধ্যে সবচেয়ে ভেজাল বেশি হয়। সুতরাং জমিজমা কেনার আগে বিশেষ করে যারা বড় ধরনের প্রজেক্ট করবেন তারা পরিবেশ অধিদপ্তর থেকে একটি অনুমোদন বা ছাড়পত্র নিবেন। নদীর পাড়ে জমি কিনতে গেলে সেখানেও কিছু নিয়ম মানতে হবে। এসব ক্ষেত্রে এস মালিকানা আর এস মালিকানা দেখা জরুরি। এসব বিষয় পরিষ্কারভাবে না দেখে বা না জেনে জমিজমা কিনলে, তাকে নানান হয়রানির শিকার হতে হয়, মামলা মোকাদ্দমা চালাতে হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত বাংলা সিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে কোন প্রতিষ্ঠান সাফল্য পেতে প্রধান শর্তই হলো সততা । এই সততা যে প্রতিষ্ঠানের মধ্যে থাকবে তাদের সাফল্য নিশ্চিত। তাদের কখনো পেছন ফিরে তাকাতে হয় না। আর যখন কোনো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়ে যায় তখন সে আর কখনো সেকেন্ড প্রজেক্ট গড়তে পারে না। আশা করি বাংলাসিটি এসব বিষয়ে দৃষ্টি রাখবেন।
বাংলাসিটির ব্যবস্থাপরিচালক নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলা সিটি পিএলসিতে যিনি আসবেন তিনি নিশ্চিত লাভবান হবেন। সুতরাং প্রত্যেকের উচিৎ তার নিজেদের লাভের জন্য, নিরিবিল পরিবেশে শান্তিময় আবাসন গড়তে বাংলাসিটিতে বিনিয়োগ করা।
তিনি জানান, মহাকবি কায়কোবাদের স্মৃতি বিজড়িত ইছামতি নদীর তীরে অবস্থিত বাংলা সিটি প্রকল্পটি সাতটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে থাকছে পরিকল্পিত ব্লক, স্কুল-কলেজ, মসজিদ, হাসপাতাল, নারীবান্ধব মার্কেট ও কবরস্থানসহ প্রয়োজনীয় সব নাগরিক সুবিধা।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি