প্রিন্ট এর তারিখঃ Sep 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2025 ইং
ফরিদপুরের কানাইপুরে বজ্রপাত থেকে তুলার গুদামে আগুন

জয় সাহা (ফরিদপুর প্রতিনিধি) : ফরিদপুরের কানাইপুর বাজারে বজ্রপাত থেকে সৃষ্টি হওয়া আগুনে একটি তুলার গুদাম পুড়ে গিয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। তখন কানাইপুর বাজার এলাকার আমির হোসেনের তুলার গুদামের পাশে একটি খেজুরগাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামের ভেতরের তুলা আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাদের পৌঁছানোর আগেই তুলার বেশির ভাগ অংশ পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী দীপংকর ঘোষ বলেন, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে একটি খেজুরগাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে এবং আগুন ধরে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘রাত ৯টা ৫১ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুরোপুরি আগুন নেভাতে রাত পৌনে ১২টা বেজে যায়। এলাকাবাসীর কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, আগুনে ব্যবসায়ীর অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি