প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2025 ইং
ব্রাজিল দলে কাকাকে সহকারী হিসাবে চান নতুন কোচ আনচেলত্তি

বাংলার প্রতিচ্ছবি : কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েছেন গত সোমবার। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আগামী ২৬ মে।
তার আগে মাদ্রিদে বসে নিজের নতুন কোচিং টিম গোছানোর কাজ শুরু করে দিয়েছেন এই ইতালিয়ান। সিএনএন ব্রাজিল জানিয়েছে, মঙ্গলবার ব্রাজিলীয় গ্রেট কাকাকে জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আনচেলত্তি।
আনচেলত্তির সঙ্গে কাকার সম্পর্কটা বাবা-ছেলের মতো। এসি মিলানে আনচেলত্তির কোচিংয়ে খেলেছেন কাকা। সাবেক শিষ্যকে এবার সহকারী হিসাবে চান আনচেলত্তি। এছাড়া কাসোমিরোকেও ব্রাজিল দলে ফিরিয়ে আনতে চান তিনি।
ব্রাজিল তাদের পাঁচ বিশ্বকাপের শেষটি জিতেছে ২০০২ সালে। সেই দলের অন্যতম সদস্য কাকাকে কোচিং স্টাফে পেলে ব্রাজিলের ফুটবল সংস্কৃতি বুঝতে সুবিধা হবে আনচেলত্তির। রিয়ালে তার মূল সহকারী ছিলেন ছেলে দাভিদ আনচেলত্তি। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রধান কোচ হতে পারেন দাভিদ। সেটা হলে কাকাকেই হয়তো মূল সহকারীর দায়িত্ব দেবেন আনচেলত্তি।
ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হলেও এর আগে কোনো জাতীয় দলে কোচিং করাননি আনচেলত্তি। অন্যদিকে একজন বিদেশির হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়ায় ব্রাজিলের অনেকেই নাখোশ। আনচেলত্তির নিয়োগে খুশি নন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
চীন সফরে গিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, বিদেশি হওয়ায় তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আমি যা মনে করি তা হলো, জাতীয় দলকে পরিচালনা করার মতো কোচ আমাদের ব্রাজিলেই আছে।’
লুলার সংযোজন, ‘আনচেলত্তি গ্রেট টেকনিশিয়ান। তিনি ব্রাজিল দলকে সাহায্য করতে পারেন। প্রথমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর সম্ভব হলে বিশ্বকাপ জিততে হবে।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি