প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2025 ইং
এবার টেস্ট ক্রিকেটকে বিদায় দিলেন বিরাট কোহলি

বাংলার প্রতিচ্ছবি : টেস্ট ক্রিকেট থেকে অধিনায়ক রোহিত শর্মার অবসরের ঘোষণার পর থেকেই গুঞ্জনটা চলছিল। বিরাট কোহলিও নাকি সাদা পোশাকে আর খেলতে চান না। যা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েও দিয়েছিলেন তারকা এই ব্যাটার। তাই লাল বলের ক্রিকেটে তাকে আর দেখা যাবে কি না, সেটা নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেটের এলিট ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে এই খবর জানিয়েছেন কোহলি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি