প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2025 ইং
চলতি বছরের প্রথম ০৩ মাসে ২০৯ কোটি টাকা মুনাফা প্রাইম ব্যাংকের

বাংলার প্রতিচ্ছবি : চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চে ২০৯ কোটি টাকা মুনাফা করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পর্ষদ সভা শেষে ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মুনাফার এই তথ্য জানানো হয়।
প্রাইম ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালে প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয় ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৭৭ কোটি টাকা বা প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। গত মার্চে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১৬ পয়সা।
প্রাইম ব্যাংক আরও জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ৭২ টাকা। গত মার্চে প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা ঋণাত্মক।
প্রাইম ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে সব মিলিয়ে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৩৩ কোটি টাকা। এই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি