প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2025 ইং
ভ্যাটিকান সিটির উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা

বাংলার প্রতিচ্ছবি : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতারের স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে দোহা ত্যাগ করেছেন। কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু ভ্যাটিকানের উদ্দেশে রওনা হওয়ার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর সোয়া ২টায় রোম পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে, যেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
রোমে পৌঁছনোর এক ঘণ্টা পরে, প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
ভ্যাটিক্যান সিটির মহামান্য জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাউরো গামবেটি সেন্ট পিটার স্কয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানাবেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন ল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে।
প্রধান উপদেষ্টা আগামী রবিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি